নন্দীগ্রাম: রেকর্ড ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে জিতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ফল ঘোষণার আগে থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছিল বিজয় উৎসব৷ বাদ যায়নি নন্দীগ্রাম৷ সেখানে সকাল থেকেই উল্লাসে মেতে তৃণমূল কর্মী-সমর্থকরা৷ পার্টি অফিসে কর্মীদের হই-হই। সেখানে বাজি পুড়িয়ে বিজয় উৎসব পালন করেন তাঁরা৷ একে অপরকে মাখিয়ে দেন সবুজ আবির৷ মুখে খেলা হবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান৷
আরও পড়ুন: ভবানীপুরে রেকর্ড ভোটে জয় মমতার, কার্যত নিশ্চিহ্ন বিজেপি-সিপিএম
একুশের ভোটে মমতা প্রথমে নন্দীগ্রামেই প্রার্থী হয়েছিলেন৷ কিন্তু বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে যান৷ মমতা তখন অভিযোগ করেন, কারচুপি করে তাঁকে হারানো হয়৷ তিনি আদালতে মামলাও করেন৷ মামলাটি বিচারাধীন৷
নন্দীগ্রামে পার্টি অফিসের সামনে পোড়ানো হচ্ছে বাজি৷ রবিবার৷ নিজস্ব চিত্র৷
আরও পড়ুন: ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’, গণনার দিনে তৃণমূল কর্মীদের নিশানায় শুভেন্দু
হেরে যাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে মুখ্যমন্ত্রী থাকতে গেলে ছ’মাসের মধ্যে নির্বাচনে জিতে তাঁকে বিধানসভার সদস্য হতে হবে৷ এবার তাঁর পুরনো কেন্দ্র ভবানীপুরকে বেছে নেন তৃণমূল নেত্রী৷ সেখানে তিনি রেকর্ড ভোটে জয়লাভ করেন৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজার ৩৮৯ ভোটে হারিয়ে দেন৷ ভবানীপুরে মমতার বিপুল ভোটে জয়ে উল্লাস করছেন নন্দীগ্রামের তৃণমূল সমর্থকরা৷