মুর্শিদাবাদ: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল এসটিএফ (STF)। মুর্শিদাবাদ (Murshidabad) থেকে দুইজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। ধৃত ২৪ বয়সি সাজিবুল ইসলাম (Sajibul Islam) ও ২৬ এর যুবক মুস্তাকিন মণ্ডলকে (Mustakim Mondal) পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নওদা থানা।
জানা গিয়েছে, ধৃত যুবক নওদার দুর্লভপুরের বাসিন্দা। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি শাদ রবি ওরফে সাব শেখের পিসতুতো ভাই হচ্ছে এই সাজিবুল। শাদের সঙ্গে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তার যাতায়াত ছিল পুলিশের কাছে তথ্য রয়েছে। আরও খবর, এবিটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃত সাজিবুলের। ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে স্টার সরে বিনোদিনী, বসল অস্থায়ী ফলক
এই ঘটনায় মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে গতকাল রাতে নওদার দুর্লভপুরে একটি অভিযান চালানো হয়। সেখান থেকে ২৪ বছরের এক যুবককে তারা পাকড়াও করে। এরপর শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
সূত্রের খবর, কেরল থেকে গ্রেফতার করা হয়েছে এবিটি জঙ্গি শাদ রবিকে। সে এবিটি প্রধান জসিমুদ্দিন রহমানির অত্যন্ত বিশ্বস্ত। এখানে এসে শাদ স্লিপার সেল তৈরির কাজ চালাচ্ছিল। সে মুর্শিদাবাদে নওদার দুর্লভপুরের দক্ষিণপাড়া এলাকার একটি বাড়িতে থেকে এই সব কাজ করত। সেই সময় সাজিবুলের সঙ্গে ঘনিষ্ঠতা।
দেখুন অন্য খবর-
The post মুর্শিদাবাদে জঙ্গি যোগ, এসটিএফের হাতে ধৃত ২ first appeared on KolkataTV.
The post মুর্শিদাবাদে জঙ্গি যোগ, এসটিএফের হাতে ধৃত ২ appeared first on KolkataTV.