মুর্শিদাবাদ: একের পর এক মৃত্যুর খবর আসছে ভিন রাজ্য থেকে। ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। রোজগারের আশায় কাজে গিয়েছিলেন মুম্বইতে (Mumbai)। সেখানেই ২২ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। রাজ্যে কাজ না থাকায়, বাইরে যেতে হয়েছিল, আক্ষেপ করছেন মৃতের পরিজনেরা।
জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শুকুর শেখ (২৪)। বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার নগরে। রোজগারের আশায় রাজমিস্ত্রির কাজ করতে কুড়ি দিন আগে মুম্বইয়ে রওনা দেন শুকুর। জানা যায়, রবিবার বিকেলে নির্মীয়মাণ একটি ভবনের ২২ তলা থেকে পড়ে যান তিনি। স্থানীয় হাসপাতালে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর, শুকুরের নমাসের একটি ছোট সন্তান রয়েছে। বৃদ্ধ বাবাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।
আরও পড়ুন:স্কুলের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু ছাত্রের, অভিযোগ মানসিক চাপের
উল্লেখ্য, রবিবারও মুর্শিদাবাদেরই এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গিয়ে মৃত্যু হয় প্রতুল মণ্ডল নামে বছর তেত্রিশের এক যুবকের। সেখানে রুজির টানে প্রায় তিনমাস আগে রাজমিস্ত্রির কাজ নিয়ে গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা দেন। গত বৃহস্পতিবার দুপুর নাগাদ কর্মসংস্থান ছেড়ে খাবার খেতে বের হয় তিনি। সেই সময় দুর্ঘটনায় গুরুতর জখম হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।