ঝাড়গ্রাম: এক মাসের মধ্যেই গলাকাটা পচাগলা শিশুর দেহ উদ্ধার করল পুলিস (Mother killed her son) । লক্ষ্মী হেমব্রম নামে এক ওই শিশুর মাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে (jhargram mother kill son) । এদিন তাকে ঝাড়গ্রামের আদালতে তোলা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ লক্ষ্মীকে (mother muders son jhargram) পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থেকে মঙ্গলবার গ্রেফতার করেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীর বাপেরবাড়ি ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া অঞ্চলের ঠাকুরথান গ্রামে। তার শ্বশুরবাড়ি জামবনি থানার বিরাটডি গ্রামে। তার স্বামী লক্ষ্মণ হেমরম ফেব্রুয়ারি মাসে মারা যান। তাঁদের চার বছরের ছেলে সাগেন হেমরম। স্বামী মারা যাওয়ার পর পারিবারিক অশান্তিতে দেখা দেয়। ১০ নভেম্বর ছেলেকে সাইকেলে চাপিয়ে জামবনি থানার গিধনির খাটগেড়িয়া জঙ্গলে নিয়ে যায়। সেখানে ছেলেকে বিষ খাওয়ায় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। বিষ খাইয়ে সেখানে ছেলেকে ফেলে চলে আসে। পুলিস ১৪ নভেম্বর শিশুটির মুণ্ডহীন, পচাগলা দেহ উদ্ধার করে।