ধারালো অস্ত্র দিয়ে মা’কে খুন করার পর ৩ বছরের শিশুকে মাছের ভেড়িতে ডুবিয়ে খুন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলা থানা এলাকার নেতাজি গ্রাম পঞ্চায়েতের শিবনগর গ্রামে। মা ও তাঁর ৩ বছরের শিশু পুত্রকে নৃশংস ভাবে খুন করল দুষ্কৃতীরা। নিহত মহিলার নাম মঞ্জুরা বিবি এবং তাঁর ৩ বছরের শিশু পুত্রর নাম মিজানুর হোসেন পাইক।
আরও পড়ুন : মুর্শিদাবাদের বড়ঞায় বোমা মেরে খুন তৃণমূল কংগ্রেস নেতাকে
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের এক মহিলার বাড়িতে ৪ জন দুষ্কৃতী ঢুকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মহিলাকে খুন করে এবং পরে তাঁর ৩ বছরের শিশু পুত্রকে বাড়ির পাশে থাকা মাছের ভেড়িতে ডুবিয়ে মেরে ফেলে। পুলিশ আরও জানায়, এই ঘটনার সময় ওই মহিলার বড় ছেলে পাশের ঘর থেকে সব দেখেছিল। কিন্তু প্রাণ বাঁচানোর ভয়ে চুপচাপ মা ও ভাইকে খুন হতে দেখে ১১ বছরের বালক।
আরও পড়ুন : পাণ্ডবেশ্বরে খুন তৃণমূল কর্মী
নিহত মহিলার স্বামী আনোয়ার পাইক কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁকে ফোন করে মায়ের খুনের খবর দেয় ছেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ। মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কিন্তু কী কারণে এই নৃশংস খুন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।