মুর্শিদাবাদ : দুর্ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এসে আক্রান্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা। তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে মন্ত্রীর গাড়ির কাঁচ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সোদপাড়া গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই ১০ জনকে আটক করেছে পুলিশ।
কিছুদিন আগেই জেলায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারায় এক পরিবারের ছয়জন। বুধবার মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সোদপাড়া গ্রামের ওই পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী সুব্রত সাহা। সেখানে পৌঁছতেই উত্তেজিত জনতার রোষের মুখে পড়েন মন্ত্রী। আচমকাই আক্রমণ করা হয় মন্ত্রীকে।
চরম হেনস্থার শিকার হন মন্ত্রী সুব্রত সাহা। কোনও মতে মন্ত্রীকে তুলে দেওয়া হয় তাঁর গাড়িতে। এরপরই উত্তেজিত জনতার পক্ষ থেকে আওয়াজ তোলা হয় ভাঙ – ভাঙ, মার-মার। আর সেই মতই মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। চালানো হয় ভাঙচুর।
একাধিকবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর। এবার আবারও এই ঘটনায় নাম জড়াল বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুর্শিদ জর্জের। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার অভিযোগ, ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জের নেতৃত্বেই হামলা চালানো হয়।
আরও পড়ুন – ‘চিঠি পাইনি,বহিষ্কার করার মতো কোনও কাজ করিনি’, নিজের দাবিতে অনড় শুভেন্দুকে ‘চোর’ বলা বিজেপি নেতা
যদিও এই ঘটনায় ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জ জানিয়েছেন, ‘মন্ত্রীর গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। তবে, অন্ধকার ছিল কে বা কারা করেছে আমি জানি না। রাস্তা অন্ধকার ছিল।’ একই দাবী করেছেন মন্ত্রী সুব্রত সাহা। তিনি বলেন, ‘ একই পরিবারের ৬ জন মারা গিয়েছেন। আজ আমি ওই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখনই আমার উপর আক্রমণ করা হয়। ভাঙচুর করা হয় আমার গাড়ি। তবে কে বা কারা করেছে সেটা আমি জানি না।’