কলকাতা টিভি ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কে জড়ালেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
আরও পড়ুন- সোনারপুরে বচসার জের, ছেঁড়া হল জাতীয় পতাকা
রবিবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মন্তেশ্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে পতাকা উত্তোলন কর্মসূচিতে জুতো পরে ভারতের জাতীয় পতাকা তোলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।
শুধু জুতো পরে পতাকা তোলাই নয়। পতাকা তোলার জন্য যে বেদী তৈরি করা হয়েছিল সেই বেদির পাশে ছোট ছোট কাগজের তৈরি পতাকাতেও পা দিতে দেখা যায় তাঁকে। অভিযোগ, মন্ত্রী সিদ্দিকুল্লা পতাকা তোলার পর বাকি কোনও বিষয় খেয়াল না করেই জুতো পরে ওই বেদিতে লাগানো পতাকাতে পা দিয়ে চলে যান।