পুরুলিয়া : মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ইলেক্ট্রিক হাইটেনশন টাওয়ারের উপর বসে থাকায় চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার জরাডি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৫টার মধ্যে ধান জমির মধ্যে থাকা এক টাওয়ারে উঠে পড়েন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও রঘুনাথপুর থানার পুলিশ। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে উপর থেকে নামানো যায়। তারপর তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রঘুনাথপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : জগদ্ধাত্রীর আরাধনায় আলোর খেলা চন্দননগরে, পুজোর প্রস্তুতি মানকুণ্ডু ও ভদ্রেশ্বরও
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৪০-এর ওই ব্যক্তির নাম অমর মুর্মু। ওই ব্যক্তির মা জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অমর। বেশ চুপচাপ হয়ে গিয়েছিলেন। কথাও বলছিলেন না। তারপর হঠাৎই গতকাল কাউকে কিছু না জানিয়ে গ্রামের মধ্যে চলে যান। সেখানকার হাইটেনশন টাওয়ারে উঠে বসেন। কিন্তু স্থানীয় মানুষজন ভয়ে সেখান থেকে তাকে নামাতে চাননি। দমকল বাহিনী গিয়ে অনেক চেষ্টার পর ওই ব্যক্তিকে নামিয়ে আনতে সক্ষম হন।