বসিরহাট: বসিরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভ্যাবলা এলাকায় শুক্রবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের(Fire Accident Basirhat) ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয় যায় বাড়ি-সহ দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে হঠাৎ আগুন(Fire Accident) লাগে বসিরহাটের ভ্যাবলা(Basirhat) এলাকার একটি সাইকেলের দোকানে। সেখানেই ছিল দুটি গ্যাস সিলিন্ডার। বিস্ফোরণ হয় সেটাও। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকান সংলগ্ন বাড়ির মধ্যে। স্থানীয়রা দেখতে পেয়ে দমকলে খবর দেয়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলের সঙ্গে স্থানীয় মানুষেরাও আগুন নেভানোর কাজে হাত লাগায়।
দমকল সূত্রে জানা যায়, দোকান ও বাড়ি পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সোনা, গয়না গুরুত্বপূর্ণ নথিপত্র, ছেলে-মেয়েদের বই-খাতা সব পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় বাড়ির মালিক নুর ইসলাম গাজী-সহ পরিবারের সদস্যরা স্থানীয় কাউন্সিলরের বাড়িতে গিয়েছিলেন। সাইকেলের দোকানে কোনও দাহ্য পদার্থ মজুদ করা ছিল কি না, পাশাপাশি গ্যাস সিলিন্ডার-সহ অন্য দাহ্য পদার্থ থেকে আগুন লাগলো কি না তা তদন্ত শুরু করেছে দমকল ও পুলিস।
আরও পড়ুন: Rampurhat Violence: এখনও থমথমে বগটুই, আজ গ্রামে যাচ্ছে সিবিআই