হাওড়া: নবদম্পতি চললেন নৌকায়। আমতা ১ এর সায়নী ও আমতা ২ এর বাসিন্দা চিরঞ্জিতের গতকালই বিয়ে হয়। বিবাহ দিনক্ষণ আগে থেকেই ঠিক ছিল। কিন্তু হঠাৎ বন্যার কারণে বিয়ে তো আর আটকানো যায়না। অগত্যা বুধবারই তাঁদের চারহাত এক হল। বিবাহ সুসম্পন্ন হয়। বাড়ি তো ফিরতেই হবে। কিন্তু চারিদিকে বন্যায় প্লাবিত। তাই জলপথেই নৌকায় সিয়াগড়ি থেকে গন্তব্যস্থল জয়পুর থানার কালিপুরে পৌঁছান এই নবদম্পতি। ভয়াবহ বন্যার কবলে হাওড়ার আমতা ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে অনেক ঘরবাড়ি মাঠঘাট। কিন্তু তাতেও থেমে থাকেনি শুভদৃষ্টি, মালাবদল। নবদম্পতির চার হাত এক হয়েছে। আমতার সিয়াগোড়ী পাত্রপাড়ার বাসিন্দা চিরঞ্জিৎ পাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গাঁটছড়া বেঁধেছেন পাত্রী সায়নীর সঙ্গে। পানপুরে হয় বিয়ের অনুষ্ঠান। নৌকা চেপে আজ ফিরলেন এরা।