হুগলি: অশান্তির জেরে একই পরিবারের চার জনকে এলোপাথাড়ি কোপালে, দু’জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবারের আরও দুই সদস্য। বৃহস্পতিবার সাতসকালে এমন একটা ঘটনার জেরে হুগলির সিঙ্গুর থানার নান্দা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত ওই পরিবারেরই এক আত্মীয়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে সিঙ্গুর থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, সিঙ্গুরের নান্দাবাজারে কাঠচেরাই কল রয়েছে পটেলদের। কাঠকল লাগোয়া তাদের বাড়ি। বৃহস্পতিবার সকালে পটেলদের বাড়িতে যায় যোগেশ ধাওয়ানী নামে এক আত্মীয়। সেখানে পারিবারিক কোনও কারণে অশান্তি হলে, ধারালো অস্ত্র দিয়ে পটেল পরিবারের চার জনকে কুপিয়ে দেয় যোগেশ।
আহত অবস্থায় পরিবারের চার সদস্যকে হাসপাতালে নিয়ে গেলে, পটেল দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সেকেরা। নিহতদের নাম দীনেশ পটেল ও অনুষ্কা পটেল। মধ্যবয়সি দীনেশের বাবা মাওজি পটেল ও একমাত্র ছেলে ভাবিক পটেলকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, তাঁদের এসএসকেএম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন – মেসো শ্বশুরের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিয়ো, স্ত্রীকে তালাক স্বামীর
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যোগেশ ধাওয়ানী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। সেটা সম্পত্তিগত নাকি অন্য কোনও কারণ রয়েছে, পুলিস তা খতিয়ে দেখছে। এসএসকেএম ভর্তি থাকা পটেল পরিবারের দুই সদস্য একটু সুস্থ হয়ে উঠলে, পুলিস তাঁদের সঙ্গে কথা বলবে।