বাঁকুড়া: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হয়েছিল জুন মাসে। ওই মাসের শেষেই ফল প্রকাশিত হয়। কিন্তু, তারপর ৫ মাস কেটে গেলেও মার্কশিট হাতে পাননি পড়ুয়ারা (mark sheet distraction) । অবশেষে মার্কশিট কলেজে কলেজে পৌঁছলেও বিতরণ করা গেল না (Bankura university)। কারণ, অধিকাংশ মার্কশিটেই ক্রমিক সংখ্যা এক (Marksheet messup Bankura university)। এই বিষয়টি নজরে আসতেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজেই মার্কশিট বিতরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের দাবি, আগামী সোমবারের মধ্যে সংশোধিত মার্কশিট কলেজগুলিতে পাঠিয়ে দেওয়া হবে।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি সরকারি ও দুটি বেসরকারি কলেজ সহ মোট ২৭টি কলেজে স্নাতকস্তর পড়ানো হয়। এই ২৭টি কলেজেই প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শেষ হয় চলতি বছরের ৭ জুন। দুটি সেমেস্টার মিলিয়ে পরীক্ষা দেন প্রায় ১৮ হাজার ছাত্রছাত্রী। অত্যন্ত দ্রুততায় খাতা পরীক্ষা করে ৩০ জুন ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Rajdhani Express: আগরতলা-নয়াদিল্লি রাজধানী মালদহ দিয়ে চলবে
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পড়ুয়াদের মার্কশিট আপলোড করা হলেও মার্কশিটের হার্ডকপি দীর্ঘদিন ধরেই অধরা ছিল ওই ১৮ হাজার পরীক্ষার্থীর। দীর্ঘ ৫ মাস টালবাহানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি কলেজে কলেজে প্রথম ও তৃতীয় সেমেস্টারের মার্কশিটের হার্ডকপি পাঠায়। সেই মার্কশিট কলেজে কলেজে পৌঁছানোর পর দেখা যায়, একটা বড় অংশের মার্কশিটে ক্রমিক সংখ্যা এক। পরীক্ষার্থীদের মধ্যে মার্কশিট বিতরণ শুরু করার আগেই ভুল ধরা পড়ায় তড়িঘড়ি মার্কশিট বিতরণ না-করার নির্দেশিকা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে মার্কশিট বিতরণের দিন ঘোষণার পরেও তা পড়ুয়াদের হাতে দিতে পারেনি কলেজগুলি। এর ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় হাজার হাজার পড়ুয়াকে।
পড়ুয়াদের দাবি, এর ফলে বিভিন্ন ধরনের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে তাঁদের। কলেজগুলির দাবি, মার্কশিটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল। বিশ্ববিদ্যালয়ের দাবি, দায়িত্বপ্রাপ্ত বেসরকারি ছাপাখানা সংস্থার ভুলেই এমনটা হয়েছে। আগেই ওয়েবসাইটে মার্কশিট আপলোড করে দেওয়ায় এই ভুলের জন্য কোনও পড়ুয়াকে সমস্যায় পড়তে হবে না বলে দাবি করেছে কর্তৃপক্ষ।