মেদিনীপুর: ফের মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার জঙ্গলমহলে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের গোয়ালতোড়ের সারবত এলাকায়। সাদা কাগজে লাল কালিতে লেখা তিনটি পোষ্টার পাওয়া গিয়েছে। যেখানে স্থানীয় তৃনমূল নেতা অরুন পানের বিরুদ্ধে মাথা নিয়ে নেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি তৃনমূলের ঝাণ্ডা ধরলে হাত কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই এলাকায় স্থানীয় মানুষজন পোষ্টারগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থনে যায় পুলিশ। তদন্ত শুরু করেছে।
যদিও এই ঘটনা স্থানীয় কোনও দুষ্কৃতীদের কাজ বলেই সন্দেহ করছে পুলিশ। একইসঙ্গে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরাও বলেন, ‘’ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে জঙ্গলমহলে মাওবাদী বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীর ঘোষিত উন্নয়ন কর্মসূচীতে জঙ্গলমহলের সমস্ত মানুষই সামিল হয়েছেন। এটা সহ্য হচ্ছে না বিজেপির।‘’ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই রাতে মাওবাদীদের নামে ওই পোষ্টারিং করেছে বলেও সরাসরি অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন: দু’ঘণ্টার বেশি সময় ধরে জেরা, মাদক মামলায় শুক্রবার ফের তলব অনন্যা পাণ্ডেকে
সম্প্রতি মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে টিপু সুলতান নামের এক যুবককে ঝাড়গ্রামে গ্রেফতার করেছে পুলিশ। আবার পুজোর আগে মেদিনীপুর শহরেই মাওবাদী নামাঙ্কিত পোষ্টার বিতর্কও ছড়িয়ে ছিল। পুলিশের দাবি মাওবাদীদের নাম করে স্থানীয় দুষ্কৃতীরাই এই ধরনের কাজ করছে।
গত বিধানসভা নির্বাচনে বিজেপিও ধরাশায়ী হয়েছে মেদিনীপুরের একাধিক আসনে। সেই আক্রোশে বিজেপিই এঘটনা ঘটিয়েছে বলেই দাবি জেলা তৃণমূল সভাপতির।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে আটকে থাকা বাগনানের ৫ বাঙালির সঙ্গে অবেশেষে যোগাযোগ
এদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগকে সরাসরি অস্বীকার করেছে জেলা বিজেপি। মাওবাদী পোষ্টারের পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।