ঝাড়গ্রাম: ৮ এপ্রিল মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়েছিল। তার কয়েক দিনের মধ্যেই জঙ্গলমহলে বড়সড় মাওবাদী হামলার আশঙ্কা প্রকাশ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য স্বয়ং জঙ্গলমহলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এলাকায় বহিরাগতদের আনাগোনা উপর কড়া নজর রাখার নির্দেশ দেন। এরই মধ্যে ঝাড়গ্রামে কিষেণজির নামে পোস্টার উদ্ধার ঘিরে ব্যাপক শোরগোল। এর আগে ঝালদা পুরসভা থেকেও মাওবাদী পোস্টার উদ্ধার হয়।
শনিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া বাজারে ওই পোস্টার দেখা যায়। তাতে লেখা ছিল, ‘কিসানজি অমর রহে। এতদিন তৃণমূল খেলছে জনগণের সাথে, এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতার সাথে।’ খবর পেয়ে মানিকপাড়া ফাঁড়ির পুলিস পোস্টারটি নিয়ে আসে। পোস্টার উদ্ধারের পর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে। সংবেদনশীল এলাকাগুলিতে পুলিসি নজরদারিও বাড়ানো হয়েছে। এই পোস্টারের সঙ্গে মাও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিস।
এর আগে সোমবার সকালে ঝালদা পুরসভা চত্বরে একটি ময়লা ফেলার গাড়িতে কয়েকটি সন্দেহজনক পোস্টার দেখতে পান কর্মীরা। তাতে লাল কালিতে লেখা ছিল, ‘লাল সেলাম। মারোয়ারি চেয়ারম্যান চাই না। কিষেণজি অমর রহে।’ যদিও এই পোস্টারে কোথাও মাওবাদীদের নাম নেওয়া হয়নি। কিন্তু মাওনেতা কিষেণজির উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে ধন্দ তৈরি হয়। ঝালদা শহর তৃণমূলের সভাপতি দেবাশিস সেন অভিযোগ করেছিলেন, কেউ বা কারা বদমাইশি করে এমনটা করেছে।
আরও পড়ুন: Gaighata Arrest: প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে, ফুলশয্যার রাতে গ্রেফতার যুবক