কলকাতা: সামনের বর্ষার আগেই মন্দারমণি-দিঘা মেরিন ড্রাইভের রোডের কাজ শেষ হতে চলেছে। এই প্রোজেক্টের প্রায় ৬০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি ৪০ শতাংশ কাজ আগামী ৭ মাসের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই মন্দারমনি দিঘা মেরিন ড্রাইভ রোড। প্রায় সাড়ে ৪ কিলোমিটার লম্বা এই রাস্তায় তিনটে ব্রিজ তৈরি করা হবে।
মন্দারমণিতে পর্যটকদের জন্য বেলুন রাইডেরও ব্যবস্থা থাকতে পারে
নোয়াখালী, চম্পা নদী ও পিচাভরি নদীর ওপর তিনটে ব্রিজ তৈরি হবে এই রাস্তায়। নোয়াখালীতে যে ব্রিজটি হচ্ছে, তা ৩৮৭. ৯২ মিটার। এর অ্যাপ্রোচ রোড ১৩১২.৯৮ মিটার। ঝালদার চম্পা নদীর উপর ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজটি ৬০৮. ৯৬ মিটার। পিছাভরি নদীর ওপর সবথেকে বড় ব্রিজ তৈরি হচ্ছে। প্রায় ৭১৬.২৮ মিটার লম্বা ব্রিজ তৈরি হচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ১৮১.৫৬ কোটি টাকার।
আরও পড়ুন: দীঘায় ফের জলোচ্ছ্বাস