দুর্গাপুর: প্রবল গরমে রাজ্যে ফের মৃত্যু৷ মঙ্গলবার সকালে পানাগড় বাজারে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম এখনও জানা যায়নি। তিনি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা বলে খবর। কাজের সূত্রে এদিন সকালে মৃত ব্যক্তি আসানসোল থেকে মঙ্গলবার সকালে পানাগড় বাজারে আসেন।
বাজারে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হারিয়ে মাঠিতে পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিসে খবর দেন। পুলিস তাঁকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে কাঁকসা থানার পুলিস।
পানাগড়ের বিএমওএইচ বিপ্লব মণ্ডল, মৃত অবস্থাতেই ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিসকে গোটা বিষয়টি জানানো হয়েছে। তীব্র দাবদাহে পুড়ছে বাংলা৷ গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসুস্থতার খবর মিলছে৷
আরও পড়ুন: Mamata Banerjee: আজই দিল্লি যাচ্ছেন মমতা, বুধবার বিরোধী জোটের বৈঠক