মালদহ: ফের মালদায় (Malda) চলল গুলি (Shootout)। দ্বাদশ শ্রেনীর ছাত্রকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ছাত্রের নাম আব্দুল সাহিদ (Abdul Sahid)। বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিনি। বাড়ি মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়। বুকের ডানদিকে গুলি লেগেছে তার, এমনটাই সূত্র মারফত খবর। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়।
মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকার ঘটনা। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ শ্যুটআউটের ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্র। এরপর হঠাৎ খবর মেলে শ্যুটআউটের। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানৌতর তুঙ্গে। গোটা ঘটনার অভিযোগ উঠেছে রাজ সেখ নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, মোথাবাড়ির তৃণমূল ব্লক সভাপতি তহিদুরের ছায়াসঙ্গী রাজ সেখ।
আরও পড়ুন: নাশকতা নয়, মধ্যমগ্রাম বিস্ফোরণের নেপথ্যে পরকীয়া প্রেমের বদলা!
জানা গিয়েছে, মালদহের মোথাবাড়ির বাসিন্দা ওই দ্বাদশ শ্রেণির ছাত্র। পড়ে বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ে। সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিল সে। রাস্তায় রাজ শেখ নামে এক যুবকের সঙ্গে নাকি বচসা বাঁধে তার। কথাকাটাকাটি চরমে উঠলে রাজ আচমকাই ওই ছাত্রকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিটি লাগে ছাত্রের বুকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। এদিকে শব্দ পেয়ে আশপাশের সকলে ছুটে যান। যুবককে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর দেওয়া হয় থানায়।
তবে পলাতক অভিযুক্ত রাজ শেখ। তার খোঁজে চলছে তল্লাশি। গুলিবিদ্ধের পরিবারের সদস্যরা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন। এদিকে পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, কেন এই গুলি চালানও হল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন খবর: