মালদাঃ বন্যার কবলে পড়ে ভেঙেছে ঘর। জরাজীর্ণ ঘরেই চলছে বেঁচে থাকার লড়াই। কিন্তু তারপরও নাম নেই কেন্দ্রীয় প্রকল্প আবাস যোজনার তালিকায়। শুধুমাত্র যে গ্রামের এক দু’টি পরিবার আবাসের তালিকা থেকে বঞ্চিত হয়েছেন তা না, গোটা গ্রামই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলে জানা যাচ্ছে।যার জেরে ক্ষোভে ফুঁসছেন মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থক গ্রামে থাকায় হয়তো বিজেপি পরিচালিত পঞ্চায়েত এমন চক্রান্ত করছে। পাশাপাশি গ্রামবাসীদের আরও অভিযোগ, বন্যার কবলে পড়ে যারা ভিটেহারা তাদের আবাসে নাম নেই, অথচ যাদের পাকা বাড়ি তাদের আবাস যোজনায় নাম রয়েছে। অসহায় অবস্থায় রয়েছেন গ্রামের বাসিন্দারা, কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছেনা। গ্রামবাসীরা মিলিতভাবে দ্বারস্ত হয়েছেন প্রশাসনের দরবারে। তাদের সাফ দাবি, আবাস যোজনার তালিকা খতিয়ে দেখে যোগ্যদের তালিকাভুক্ত করতে হবে।
আরও পড়ুন: ভুল চিকিৎসায় রোগী মৃত্যু, উত্তেজনা সিউড়িতে
উল্লেখ্য, মালদার মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত।এই বছর, বন্যায় গোটা গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়। যার জেরে ভেঙ্গে পড়ে বহু বাড়িঘর।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, গ্রামের বেশিরভাগ পরিবার তৃণমূল সমর্থক হওয়ায় বিজেপির পক্ষ থেকে চক্রান্ত করে আবাস থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের প্রশ্ন, গোটা গ্রামে প্রায় ২০০টি পরিবার আছে, কোন পরিবারের নামই নেই আবাসের তালিকায়, কেউই কি আবাস প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য নয়?
মানিকচক ব্লক প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রামবাসীদের দেওয়া অভিযোগ ইতিমধ্যেই খতিয়ে দেখে কাজ শুরু হয়েছে। অভিযোগের সত্যতা বিচার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানও হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
দেখুন অন্য খবর:
The post আবাস যোজনায় নাম না থাকায় ক্ষোভে ফুঁসছেন মালদার বাসিন্দারা first appeared on KolkataTV.
The post আবাস যোজনায় নাম না থাকায় ক্ষোভে ফুঁসছেন মালদার বাসিন্দারা appeared first on KolkataTV.