স্বাধীনতা দিবসের সকালে ডাম্পারের সঙ্গে গাড়ির সংঘর্ষের ঘটনায় মৃত ৪। রবিবার মালদহ জেলার গাজোলের মশালদিঘি তে রবিবার দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনাতে মৃত্যু হলো চার জনের। সূত্রের খবর রবিবার দক্ষিণ দিনাজপুরের ডালখোলা থেকে স্ত্রী ও সন্তান নিয়ে ফিরছিলেন আবগারি দফতরের আধিকারিক। নাম গোপাল ঘোষ।
আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ
গাজলের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ি আসতেই উল্টোদিকের একটি ডাম্পার দ্রুতগতিতে এসে ধাক্কা মারে তাঁদের গাড়িকে। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। অপর দুই আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চার লেন হাইওয়ে তৈরি করার সময় মাছের দুটি লাইন বন্ধ করে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর যার ফলে একটি দিক দিয়েই সমস্ত গাড়ি যাতায়াত করছে। এ ফলে প্রায়ই লেগে রয়েছে দুর্ঘটনা।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কয়লা বোঝাই লরি, জখম চালক
এছাড়াও শনিবার রাত ১০ টা নাগাদ জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটা চৌপথিতে উল্টে যায় একটি কয়লা বোঝাই ট্রাক। ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক। পাশাপাশি এদিন ময়নাগুড়িতেও রাস্তার ওপর দুই ব্যক্তিকে একটি ছয় চাকার ট্রাক পিষে দিয়ে চলে যায়।