নদিয়া: মঙ্গলবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। নদিয়ার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারচাকা গাড়িতে থাকা পাঁচজনের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার যাত্রীবাহী বাসটি দিঘা থেকে করিমপুরের দিকে আসছিল। ঠিক সেই সময় করিমপুর থেকে চারচাকা গাড়িটি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। কাঠালিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেইসময় বাসের ধাক্কায় চারচাকা গাড়িটি গিয়ে ধাক্কা খায় রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে। সাতসকালে বিকট আওয়াজ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও কোনরকম ভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ও দমকলের কর্মীরা গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ির ভেতর থেকে মৃতদের উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে থাকার কারণেই এমন বড়সড় দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: টিটাগড়ের বহুতলে বিস্ফোরণ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সহ ২
পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন তিন জন মহিলা ও দু’জন পুরুষ। মৃতেরা হলেন সঞ্জয় সরকার, অনিমা সরকার, মমতা সরকার, সুলেখা বিবি ও গাড়ির চালক সুমন সেখ। যাত্রীবাহী বাসটি কি খুব দ্রুতগতিতে ছিল? চালক কি মদ্যপ অবস্থায় ছিল? নাকি তাঁর ঘুমে চোখ লেগে গিয়েছিল? সেই প্রশ্নও উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন আরও খবর: