জলপাইগুড়ি : দিনের পর দিন রেশন পাচ্ছেন না গ্রাহকরা।প্রতিবাদে রেশন দোকান বন্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
জলপাইগুড়ির নয়াবস্তির ঘটনা। ৫-৬ দিন রেশনের সামগ্রী নিতে গেলেও মিলছে না রেশন। এমনটাই অভিযোগ স্থানীয়দের। রেশন দোকানির দাবি, রেশন দেওয়ার নতুন যে পদ্ধতি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই পদ্ধতি মেনে রেশন দিতে গিয়েই সমস্যা হচ্ছে। প্রায়শই মেশিন খারাপ হয়ে যাওয়ায় এই সমস্যা বাড়ছে। যার জেরে রেশন না পেয়ে দোকান বন্ধ করে দিলেন গ্রাহকরা।
গ্রাহকরা অভিযোগ করে বলেন,’ রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর কথা বলা হয়েছে।তা করেছি।এরপর আঙ্গুলের ছাপ দেওয়ার কথা বলা হয়েছে, সেটাও করা হয়েছে। তারপরেই দিনের পর দিন রেশন পাচ্ছি না।দুয়ারে রেশনের দোকানে গিয়েই রেশন পাইনি।‘
আরও পড়ুন : একাধিক রাজ্য জ্বালানিতে ভ্যাট কমিয়েছে, বাংলা এক টাকাও না, নবান্নকে নিশানা দিলীপের
মোবাইলে ওটিপি আসার পর রেশন পাওয়া যাবে, জানানো হচ্ছে রেশন দোকানের থেকে।এদিকে ওটিপি না আসায় রেশন পাচ্ছেন না গ্রাহকরা। চরম সমস্যায় পড়েছেন তাঁরা। রেশন দোকানের সামনে বিক্ষোভের ফলে কোতয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ার পর, ফের রেশন দেওয়ার কাজ আরম্ভ হয়।