নদিয়া: রবিবার বিপুল ব্যবধানে ভোটে জিতে শান্তিপুর সহ আরও তিনটি কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই নদীয়ার শান্তিপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। রবিবার পদত্যাগ করলেন শান্তিপুর শহর মন্ডল সভাপতি বিপ্লব কর। মূলত রানাঘাটের সাংসদ তথা বিজেপি নেতা জগন্নাথ সরকারের সঙ্গে মতানৈক্যের জেরেই এই পদক্ষেপ নিলেন তিনি। সংসদ হয়েও শান্তিপুরবাসির সঙ্গে অন্যায় করেছেন জগন্নাথ সরকার ।দাবি বিপ্লবের। সেই যুক্তিতেই রবিবার দল ছাড়েন তিনি।
আগামী ৩০ অক্টোবর নদীয়ার শান্তিপুর উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও কোচবিহারের দিনহাটায় হতে চলেছে উপনির্বাচন। শান্তিপুরের তৃণমূল প্রার্থী হতে চলেছেন ব্রজকিশোর গোস্বামী। যিনি মূলত স্থানীয় মতুয়া সম্প্রদায়ের নেতা হিসেবে পরিচিত। তাই শান্তিপুরে বিজেপিতে শান্ত করতে মতুয়া তাস খেলতে চাইছেন মমতা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ভোটের ফলাফল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোল প্রিয়াঙ্কা
দীর্ঘদিন থেকেই মতুয়া ভোটব্যাঙ্ক দখলে পরস্পর রেষারেষি চলেছেন তৃণমূল বিজেপির। ২০১৯ সালের লোকসভা ভোটের সময় ঠাকুরবাড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে একাধিকবার অশোকনগরে মমতাবালা দেবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । রাম মন্দির নির্মাণ ইস্যুতে মতুয়াদের পাঠানো মাটি নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয় মোদি সরকারকে। এছাড়াও সি এ এ এনআরসির মত বিষয়গুলিতে মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নে বড়ই গুরুত্বপূর্ণ মতুয়া ভোট। একদিকে যখন সান্তনু ঠাকুরেরা মোদি শাহদের দলে ভিড়েছেন, তখন অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের ব্রজকিশোরকে প্রার্থী করে পাল্টা চাপ বাড়াতে চায় মমতা।
আরও পড়ুন: ফলাফল প্রত্যাশিতই, ভবানীপুরে হার নিয়ে মন্তব্যে বিমানের
বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির নেতাদের দলত্যাগ অব্যাহত। তারপর রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয় সেই প্রক্রিয়াকে আরও জোরদার করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই দিক থেকে দেখলে শান্তিপুরের আসন্ন উপ নির্বাচনের আগছ বিজেপির এই ভাঙন বেকায়দায় ফেলবে গেরুয়া শিবিরকে।