পশ্চিম মেদিনীপুর: মাকে খুঁজতে গিয়ে পা পিছলে জলে ডুবে মৃত্যু শিশুর। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ এলাকা। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের নিশ্চিন্তপুর গ্রামে।
স্থানীয় ও সূত্রে জানা গেছে, রবিরাব স্বপন সিংয়ের স্ত্রী মিলু সিং তাদের দুই মেয়ে রিয়া ও প্রিয়াঙ্কাকে ভাত খেতে দিয়ে। বাড়ির কাছাকাছি একটি মাঠে চাষের কাজে চলে যান। ছোট মেয়ে প্রিয়াঙ্কা বেশ কিছুক্ষণ বাড়িতে থাকার পর মাকে দেখতে না পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সেই সময় বাড়ির কাছে থাকা একটি পুকুরে পা পিছলে পড়ে যায় প্রিয়াঙ্কা। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে বোনকে দেখতে না পেয়ে দিদি রিয়া বোনকে খুঁজতে শুরু করে। কিন্তু বোনকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে রিয়া।
আরও পড়ুন: চুরির অভিযোগে ট্রাকের সঙ্গে বেঁধে হিঁচড়ে শাস্তি, হাসপাতালে মৃত্যু আদিবাসী যুবকের
শিশুটির দেহ উদ্ধার করল স্থানীয়রা
আরও পড়ুন: ৫ মাসের অন্তঃসত্ত্বা খুন সোনারপুরে, অভিযোগ স্বামীর বিরুদ্ধে
রিয়ার কান্নাকাটি শুনে ছুটি আসে স্থানীয় প্রতিবেশীরা। তারপরেই বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করে তাঁরা। বেশ কিছুক্ষণ খোঁজার পর বাড়ির পিছনের একটি ডোবায় প্রিয়াঙ্কার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে খাজরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া ।