ঝাড়গ্রাম: খাঁচা জুড়ে বসানো সিসি ক্যামেরা৷ ওই ক্যামেরার লেন্সে ধুলো দিয়ে পালাল একটি চিতাবাঘ৷ বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামের ডিয়ার পার্ক থেকে চিতাবাঘের পালানোর খবরে শোরগোল পড়ে গিয়েছে শহরে৷ জন্তুটিকে খুঁজতে তল্লাশিতে নামেন বন দফতরের কর্মীরা৷ সাধারণ মানুষকে সতর্ক ও সাবধান করতে এলাকা জুড়ে চলছে মাইকে প্রচার৷ কিন্তু এখনও পর্যন্ত চিতাটির কোনও খোঁজ মেলেনি৷
আরও পড়ুন: স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর গায়ে আগুন
কিন্তু কী ভাবে খাঁচা থেকে চিতাটি পালাল তা এখনও জানা যায়নি৷ বনদফতর ব্যস্ত জন্তুটিকে খুঁজতে৷ ঝাড়গ্রামের ডিয়ার পার্ক থেকে বেরলেই দু’দিকে শাল জঙ্গল৷ মনে করা হচ্ছে, সেখান থেকে পালিয়ে জঙ্গলেই গা ঢাকা দিয়েছে চিতাবাঘটি৷ খবর পাওয়া মাত্র বন দফতরের তরফে এলাকায় মাইকে প্রচার শুরু হয়েছে৷ স্থানীয়দের সাবধান করা হয়৷ পাশাপাশি চিতাটিকে দেখলে ঝাড়গ্রাম থানায় অথবা বনদফতরকে জানাতে বলা হয়৷
চিতাবাঘ পালানোর পর ডিয়ার পার্ক সংলগ্ন এলাকায় মাইকে প্রচার করছেন বনকর্মীরা৷ বৃহস্পতিবার৷ নিজস্ব চিত্র৷
আরও পড়ুন: আগামী দুদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, পুজোতেও ভাসবে কলকাতা-সহ জেলাগুলি
এদিকে ডিয়ার পার্ক থেকে চিতাবাঘের পালানোর খবরে চরম আতঙ্ক ছড়িয়েছে সেখানে৷ পুজো শুরু হয়ে গিয়েছে৷ আর দু’দিন পর রাস্তায় ভিড় বাড়বে৷ এর মধ্যে চিতাটি ধরা পড়লে রাস্তায় নিশ্চিন্তে বেরতে পারবে না সেখানকার মানুষ৷ তার উপর যদি কোনও অঘটন ঘটে তাহলে দায় কার উপর বর্তাবে সেই প্রশ্ন তুলছেন ডিয়ার পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দারা৷ অনেকেই ডিয়ার পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলছেন৷