আসানসোল : রাস্তা সারাই করে স্বচ্ছ পানীয় জল সরবরাহের দাবিতে অবরোধ। আসানসোলের কুলটি থানার রানিসায়রের মোড় এলাকায় বিক্ষোভে আদিবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের উপর দিয়ে পিএইচই-র পাইপ লাইন নিয়ে গিয়েছে দফতর। সেই পাইপ দিয়ে ঢুকছে নর্দমার জল৷আর সেই পানীয় জল ব্যবহার করে সমস্যায় পড়ছেন স্থানীয় মানুষজন। তাঁদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব জল ফিল্টারের ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন : কৃষি বিল ইস্যুতে মার্কিন মধ্যস্থতার আর্জি, বাইডেনের দ্বারস্থ হলেন টিকাইত
রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ গ্রামবাসীদের
এই ঘটনায় গ্রামবাসী বৈদ্যনাথ হেমব্রম বলেন, প্রায় ছয় মাস ধরে তাঁরা এই সমস্যায় ভুগছেন। এদিকে ভারী যান চলাচলের ক্ষেত্রেও রাস্তার বেশ ক্ষতি হচ্ছে। ফলে প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে এলাকায়। টানা বৃষ্টিতে এখনও জলমগ্ন আসানসোলের একাধিক জায়গা। জল জমে থাকায় নর্দমার জল ঢুকছে পাইপে। এর জেরে স্থানীয়দের জলবাহিত একাধিক রোগ লেগেই রয়েছে।
আরও পড়ুন : বর্ষার আগে চালু হচ্ছে মন্দারমণি-দীঘা মেরিন ড্রাইভ রোড
এই অবস্থার কথা পিএইচই দফতর ও পুর নিগমকে জানানো হলে মেলেনি সুরাহা। চলতে থাকে পথ অবরোধ। কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। দাবি মানা না হলে অবরোধ চলবে, জানান গ্রামবাসীরা। অবশেষে ইসিএল-এর আধিকারিকদের আশ্বাসে কয়েক ঘণ্টার চেষ্টায় অবরোধ ওঠে।