খড়্গপুর : খড়্গপুরে (Kharagpur Fire Outbreak) রেলের ওয়ার্কশপে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে বিধ্বংসী আগুন, দমকলের ২ টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনল। মঙ্গলবার সকালে আচমকাই খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপে আগুন লাগে। সূত্রের খবর, ওয়ার্কশপের ক্যারেজ শপে দাঁড়িয়ে থাকা একটি রেলের কোচে আগুন লেগে যায় এগারোটা নাগাদ।
ওয়ার্কশপে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় হুড়োহুড়ি। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আসার আগেই অবশ্য কোচটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।
ওয়ার্কশপের কোচে আগুন
আরও পড়ুন- বসিরহাটে বকেয়ার দাবিতে রাস্তায় শুয়ে প্রতিবাদ আশাকর্মীদের
ক্যারেজ শপে ওই ট্রেনটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। তখনই কোনও ভাবে আগুন লেগে যায়। এর আগেও একাধিকবার ওয়ার্কশপে আগুন লাগার ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। ওয়ার্কশপের এক পদস্থ কর্তা জানান, গ্যাস কাটার থেকে কাজ করার সময় আগুন লেগে যায় ওই ট্রেনের কামরাতে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল।
সোমবারেই রাতেই আগুন লেগেছিল হাওড়ার চামরাইল পাওয়ার হাউসে। পরিস্থিতি মোকাবিলায় গোটা লিলুয়া এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। দমকলের ১০টি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। জাতীয় সড়কে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়।