কান্দি: শিক্ষক সংগঠনের বিক্ষোভের মুখে পড়ে হেনস্তার শিকার হওয়া শিক্ষকের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলেন কান্দির ব্লক ভূমিরাজস্ব আধিকারিক (BLRO) বাসব দত্তমজুমদার। বুধবার কান্দি মহকুমা প্রাথমিক শিক্ষক সংগঠনের শতাধিক সদস্য কান্দির ভূমি ও ভূমি সংস্কারের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। পরে বিএলআরও’র কাছে ওই শিক্ষক শাহদাত সেখকে নিয়ে হাজির হন।
প্রসঙ্গত, পারিবারিক জমি সংক্রান্ত কাজের জন্য এসে মঙ্গলবার কান্দি ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিকের রোষানলে পড়েন কান্দির উফয়চাঁদপুর এলাকার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক শাহদাত সেখ। শেষ পর্যন্ত ওই আধিকারিকের অভিযোগে শ্রীঘরে যেতে হয় ওই শিক্ষককে। বুধবার ঘটনার প্রতিবাদে সোচ্চার হন কান্দি মহকুমা প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব সহ কর্মীরা।
আরও পড়ুন: Kandi Teacher harassed: প্রাথমিক শিক্ষককে হেনস্থা সরকারি আধিকারিকের, কান ধরে উঠবস করানোর অভিযোগ
বেলা সাড়ে ১২টা নাগাদ কান্দি বিশ্রামতলা মোড় থেকে শতাধিক শিক্ষক ব্লক মোড়ের ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে অফিস চত্বরে মোতায়েন করা হয় প্রচুর পুলিস। তবে বিক্ষোভের মুখে পরে আক্রান্ত শিক্ষক সহ উপস্থিত শিক্ষকদের সামনে নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন ভূমি আধিকারিক বাসব দত্ত মজুমদার।