আলিপুরদুয়ারঃ দিল্লিতে পাচারের আগেই চার নাবালিকাকে উদ্ধার করল পুলিশ৷ একই সঙ্গে এক পাচারকারীকে আটক করা হয়েছে৷ রবিবার আলিপুরদুয়ার মনোজিৎ নাগ বাসস্ট্যান্ডের ঘটনা৷ সূত্রের খবর, ওই চার নাবালিকার বাড়ি অসমের গোঁসাইগাঁও এলাকায়৷ কাজ, দামী মোবাইল, পোশাকের প্রলোভন দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল৷
এ দিন সকালে এক মহিলা তাঁদের আলিপুরদুয়ার নিয়ে আসেন। তাদের মধ্যে দুজনকে মনোজিৎ নাগ বাসস্ট্যান্ডে ইতস্তত ঘোরাঘুরি দেখা যায়৷ সন্দেহ হয় বাস কর্মীদের৷ তাঁরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কাজের প্রলোভন দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরেই বাসকর্মীরা পুলিশে খবর পাঠায়৷ আলিপুরদুয়ার থানার পুলিশ চার কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ দিকে দুজন পাচারকারীর মধ্যে সুযোগ বুঝে এক মহিলা পাচারকারী পালিয়ে যান। দ্বিতীয় জনকে গ্রেফতার করে পুলিশ৷ নাম মেরি টুডু৷ তিনি দিল্লির বাসিন্দা। এই চার কিশোরীকে তিনি চেনেন না।
এক কিশোরীর দাদা জানান, সকাল থেকে বোনের খোঁজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। এখানে এসে ওদের দেখতে পেয়ে স্বস্তি পেলাম। ধৃত মহিলা এর আগেও ১৫-২০ জনকে কাজের নাম করে দিল্লিতে নিয়ে গেছে। তাঁদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।