জলপাইগুড়ি: দুর্গাপুজার বাকি আর মাত্র এক মাস, তবে এখনও ভ্যাকসিন পাননি অসুরেরা। যেখানে দেশ সহ পশ্চিমবঙ্গের সর্বত্র ভ্যাকসিনের প্রথম ডোজ শেষ করে দ্বিতীয় ডোজের কাজ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনও ভ্যাকসিনের প্রথম ডোজ পাননি অসুররা।
তবে এই অসুর কিন্তু মা দুর্গার সঙ্গে থাকা অসুরেরা নয়। এ হল আস্ত এক সম্প্রদায়। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ভুটান সীমান্তের এক গ্রামে থাকেন এই অসুর সম্প্রদায়। সাধারণ লোক সমাজ থেকে একটু আলাদাই থাকেন এঁরা।
করোনার দুটি ঢেউ কোনওভাবে কাটিয়ে উঠেছেন এই অসুর জাতি। করোনার তৃতীয় ঢেউ নিশ্বাস ফেলছে ঘাড়ে। সামনেই দুর্গা পুজো, দীপাবলি থেকে শুরু করে বড়দিন। একের পর এক উৎসব। তবে এখনও ভ্যাকসিনের প্রথম ডোজ মেলেনি নাগরাকাটা ব্লকের কেরণ চা বাগানের অসুর সম্প্রদায়ের মানুষেরা। তাঁদের অভিযোগ বাগানে এখনও পর্যন্ত ভ্যাকসিনেশনের কোনও ব্যবস্থাই করা হয়নি। হাতে গোনা দু-চারজনের ভ্যাক্সিনেশন হলেও অন্যান্য বাসিন্দাদের ভ্যাকসিনেশন হয়নি।
আরও পড়ুন: আসানসোলের বাড়ি, রাস্তায় হঠাৎ ফাটল, আতঙ্কে ঘরছাড়া এলাকাবাসী
অসুর গ্রামজুড়ে বেশ কয়েকটি পরিবার জ্বর সর্দি-কাশির মত নানান সমস্যায় রয়েছে। অথচ প্রশাসনের সেদিকে কোনও নজরই নেই। তাঁরা চাইছেন, তাঁদের এলাকাতেও সরকারের তরফ থেকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক। এই নিয়ে কলকাতা টিভি ওয়েব ডেস্কের পক্ষ থেকে টেলিফোনে যোগাযোগ করা হয় উত্তরবঙ্গের ডাঃ সুশান্ত রায়ের সঙ্গে। টেলিফোনে তিনি জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। যদি ওই গ্রামে ভ্যাক্সিনেশন না হয়ে থাকে তবে দ্রুত ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন ডাক্তারবাবু।
আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে সহবাস, ধর্ষণের অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে