পশ্চিম মেদিনীপুর: করোনা কেড়ে নিয়েছে বিশ্বজিৎ মাহাতোর প্রাণ। শালবনি থানার ভাতমোড়ের বাসিন্দা। বিশ্বজিতের আরেক পরিচয় তিনি রাজনীতির লোক। একুশের বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পশ্চিম মেদিনীপুর থেকে। যে কেন্দ্র থেকে জিতে প্রথম বারের জন্য বিধায়ক হয়েছেন জুন মালিয়া। বিশ্বজিতের মৃত্যুতে অসহায় পরিবার। রয়েছে ছোট সন্তান। খবর পেয়ে বুধবার বিশ্বজিতের বাড়ি পৌঁছে গেলেন জুন।
আরও পড়ুন জুনের জন্মদিন জমজমাট
রাজনীতি সরিয়ে রেখে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জুন মালিয়া৷ তাঁর সঙ্গে হাজির ছিলেন শালবনি ব্লক সভাপতি নেপাল সিংহ ও এলাকার অঞ্চল সভাপতি হরোমহন সিং, বুলবুল হাজরা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিশ্বজিতের নাবালক সন্তানের পড়াশোনার দায়িত্ব নেন জুন৷ সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন তিনি৷ স্থানীয় বিধায়ক জুন মালিয়াকে পাশে পেয়ে আশ্বস্ত হয়েছেন প্রয়াত বিশ্বজিৎ মাহাতোর পরিবার৷ বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের প্রায় প্রতিটি কেন্দ্রেই ছিল টান টান লড়াই৷ লড়াই ছিল পশ্চিম মেদিনীপুরের এই কেন্দ্রেও। ভোটে জয় পেয়েছেন জুন মালিয়া৷ বুধবার অবশ্য জুন একজন বিধায়ক না। বিশ্বজিতের পরিবারের এক সহমর্মী। বাড়িয়ে দেওয়া এক অভিভাবকের হাত।