ঝালদা, ১৪ এপ্রিল : নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর ঘটনায় তদন্তভার হাতে নেওয়ার পর জেলা আদালতকে জানাতে এল সিবিআই। আজ, বৃহস্পতিবার দুপুর ১.৩০ টার সময় জেলা আদালতের বিচারকের কাছে এই ঘটনার এফ আই আর জমা করা হয়।
হাই কোর্ট নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই গতকাল কলকাতা এসসিবি থানায় একটি এফ আই আর দায়ের করে। তার কপি সিবিআই আধিকারিক আইনজীবীর মাধ্যমে জমা করেন জেলা আদালতে। গত ৬ তারিখ ঝালদা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতেই সকালে ঝুলন্ত অবস্থায় নিরঞ্জনের মৃতদেহ উদ্ধার করে ঝালদা থানার পুলিস।
তারপর থেকে পারিবারের লোকজন পুলিশের বিরূদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করে আসছিলেন। অভিযোগ, বার বার ঝালদা থানার পুলিস তাকে থানায় ডেকে মানসিক চাপ দিতে থাকে। চাপ সহ্য করতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোটে লিখে যান নিরঞ্জন। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন এই নিরঞ্জন বৈষ্ণব। তার পরই পুলিস তাকে ডেকে পাঠায়। পাশাপাশি তার মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ফোন না পাওয়া যাওয়ায় আরো রহস্য ঘনীভূত হয়েছে।
আরও পড়ুন : Jhalda Murder Eyewitness: ঝালদায় নিরঞ্জনের মৃত্যুর সিবিআই তদন্ত, খুশি পরিবার