ঝালদা: কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় তদন্ত ভার নিয়েছে সিবিআই। আর তদন্ত ভার মিলতেই আরও একবার নতুন করে এফআইআর দায়ের করেছে সিবিআই। বৃহস্পতিবার সেকথা জানাতেই জেলা আদালতে আসেন সিবিআই আধিকারিকরা।
মঙ্গলবার ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর (Tapan Kandu Murder Case) খুনের ঘটনায় জেলা পুলিসের কাছে কেস ডায়েরির মেল চায় সিবিআই। এরপরেই কলকাতা এসসিবি পুলিস স্টেশনে আরও একটি এফআইআর দায়ের করেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। বৃহস্পতিবার জেলা আদালতে গিয়ে তদন্তভার গ্রহণ করার বিষয়টি জানায় সিবিআই।
এদিন জেলা আদালতের বিচারক প্রশ্ন করেন, ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই মতো শুরু হয়েছে তদন্ত। তাহলে আবারও এফআইআর কেন দায়ের করা হল? সিবিআই জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তকারী সংস্থা কোনও তদন্ত হাতে নিলে তাদেরও এফআইআর দায়ের করতে হয়। এই নির্দেশের একটি কপিও আদালতে জমা করে সিবিআই।
আরও পড়ুন- Rampurhat Violence: বগটুই অগ্নিকাণ্ডে অভিযুক্ত ৪ জনকে মুম্বই থেকে গ্রেফতার করল সিবিআই
এরপর এদিন জেলা আদালত থেকে সিবিআইয়ে তিন আধিকারিক নিহত তপন কান্দুর বাড়িতেও পৌঁছন। কথা বলে পরিবারের সঙ্গে। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় ৪ এপ্রিল এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ। এরপর থেকেই তদন্ত শুরু করেছে সিবিআই।