বহরমপুর: তিনটি সাবান। জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। সাবানের মধ্যে ফুটে উঠেছে তিন ভাই বোনের মুখ। সামনেই রথযাত্রা। সেই উপলক্ষ্যে ছোট ছোট সাবানগুলিতে তিনটে ঠাকুরের মুখ তুলে ধরে তাক লাগিয়ে দিয়েছেন বহরমপুরের ডঃ সায়ন্তন মজুমদার।
আরও পড়ুন: বাড়ির মধ্যে বিষধর গোখরো খরিশ, আতঙ্কে পরিবার
সায়ন্তনবাবু গুণী শিল্পী। পেশায় হাইস্কুলের শিক্ষক। চকের দুর্গা ঠাকুর সহ বিভিন্ন ঠাকুরের মূর্তি আঁকতে ভালোবাসেন তিনি। টানা লকডাউনে বাড়িতে বসে বিভিন্ন ছোট ছোট ঠাকুরের মুখ একেছেন ওই শিক্ষক। এবার রথযাত্রায় মানুষের আবেগকে তুলে ধরতেই জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি বানিয়েছেন তিনি। ভিন্ন রঙের তিনটি সাবানে তিন ভাই বোন। সাদাতে জগন্নাথ, বিস্কুট রঙে সুভদ্রা আর নীল রঙে বলরাম।
আরও পড়ুন:‘অভিযাত্রিক’ এর মাথায় নতুন পালক
সাবানের মধ্যে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়া তুলে ধরা হয়েছে, সেটা জগন্নাথ। এছাড়া বলরামের মূর্তিতে রয়েছে লাঙল আর সাপের ফনা। ওডিসি নৃত্য, দুর্গার আঙ্গিকে তুলে ধরা হয়েছে সুভদ্রার মুখ। তাঁর শিল্প ভাবনা ফুটিয়ে তুলেছেন নিজের বাড়িতে। সাহিত্যের ওই শিক্ষক জানিয়েছেন, চৈতন্যদেবের ভাবসমাধি হওয়া এই আবেগকে আত্তিকরণ করা হয়েছে ওই মূর্তির মধ্যে। তাছাড়া করোনা বিধিনিষেধ মেনে এবার রথযাত্রা বন্ধ থাকছে। ফলে মানুষের আবেগকে গুরুত্ব দিতেই তিনি ওই মূর্তি গুলি তুলে ধরেছেন বলে মত তাঁর। শিল্পীর এই নতুন ভাবনায় খুশি এলাকাবাসী।