দক্ষিণ ২৪ পরগণা : ভাঙড়ে স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। ঘটনায় তৃণমূল ও আইএসএফ দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
আরও পড়ুন- বিজেপিকে রুখতে তৃণমূলের পাশে থাকবে বামফ্রন্ট, ইঙ্গিত বিমানের
ভাঙড় বিধানসভা কেন্দ্রের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, সকাল থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আইএসএফ কর্মীদের ওপর অত্যাচার করছে। তাঁদের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করার সময় তৃণমূল কংগ্রেস অশান্তি করছে। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আইএসএফ এরও বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন- ত্রিপুরায় ‘আক্রান্ত’ তৃণমূলের দুই মহিলা সাংসদ, মাথা ফাটল দোলার আপ্ত-সহায়কের
অপরদিকে, নওসাদ সিদ্দিকীর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা কাইজার আহমেদ। তাঁদের অভিযোগ, নলমুড়িতে অতর্কিত ভাবে ISF এর কর্মীরা তৃণমূল কংগ্রেসের ওপর আক্রমণ হানে। ঘটনায় বেশ কয়েকজন আহত। অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এমনকি বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছে তাঁরা। স্বাধীনতা দিবসের নাম করে নওসাদ সিদ্দিকী এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল নেতা কাইজার আহমেদ।