কলকাতা টিভি ওয়েবডেস্ক: দীর্ঘ আট বছর পর হিন্দুস্থান মোটরস লিমিটেডের (Hindustan Motors Limited) কলোনিতে ফিরল আলো-জল (Temporary water -electricity in Hindusthan motors))। যদিও দিনে মাত্র এক ঘণ্টার জন্য। কিন্তু তাতেও খুশি শতাধিক পরিবার (Hindmotors colony family)। তবে আলো ও জল সর্বক্ষণ পাওয়া যায়, তার জন্য আন্দোলন চলবে বলে জানায় শ্রমিক পরিবাররা।
আট বছর আগে বন্ধ হয়ে যায় এশিয়ার প্রথম ও বৃহত্তম মোটর কারখানা হিন্দুস্থান মোটরস লিমিটেড (Hindusthan motors Private limited)। এক সময় এই কারখানায় কাজ করতেন ছাব্বিশ হাজার কর্মী। হাল খারাপ হতে শুরু করলে অনেকেই ছেড়ে দেন। বহু শ্রমিককে অবসর নিতে বাধ্য করা হয়। তারপর থেকে ওই কারখানার কলোনি ছেড়ে বহু শ্রমিক চলে যান। বন্ধ করে দেওয়া হয় কারখানার বিদ্যুৎ ও জলের সরবরাহ (water -electricity service in Hindmotors)।
তারপর থেকে আজও সন্ধে হলে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে কারখানা চত্বরে । শোনা যায়, কারখানার আলোতে একসময় গোটা শহর আলোকিত হত। আর সেই কারাখানাই আজ অন্ধকারে ঢাকা। তাই জল ও বিদ্যুতের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিকরা। তবুও উপায় হয়নি এতদিন। সুদিনের আশায় ওই কলোনিতে এখনও বসবাস করছে একশো চল্লিশটি পরিবার।
আরও পড়ুন Omicron Test Kit: ওমিক্রন শনাক্ত হবে মাত্র ২ ঘণ্টায়, কলকাতাতেই এ বার টেস্টিং কিট
শেষমেশ প্রতিদিন এক ঘণ্টার জন্য জল ও বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করল কারখানা কর্তৃপক্ষ। আর সেই বিদ্যুৎ ও জল পাওয়ার খুশিতে মিষ্টিমুখও হল এদিন।
আরও পড়ুন জলপাইগুড়িতে প্যাঙ্গোলিনের চামড়া উদ্ধার, ধৃত ২