বালুরঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদহে (balurghat airport) জেলা প্রশাসনিক বৈঠকে মালদহ-বালুরঘাট বিমানবন্দর নিয়ে নির্দেশ দেওয়ার ১২ দিনের মাথায় মঙ্গলবার সকালে বালুরঘাট বিমানবন্দর (reopen balurghat airport) পরিদর্শনে এলেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও রাজ্যের পরিবহণ দফতরের প্রতিনিধিরা। এদিন চারজনের প্রতিনিধিদল বালুরঘাট বিমানবন্দরের পরিকাঠামো খতিয়ে দেখতে আসে (mamata banerjee balurghat airport)। এছাড়াও ছিলেন জেলাশাসক আয়েশা রানি সহ প্রশাসনিক আধিকারিকেরা।
বালুরঘাট শহরের মাহিনগর এলাকায় রয়েছে বালুরঘাট বিমানবন্দর । এখান থেকে একসময় বিমান চলাচল করলেও, আটের দশকে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ২০১৫-১৬ সালে রাজ্যর পূর্ত দফতর থেকে প্রায় ১১ কোটি টাকা বরাদ্দে বিমানবন্দরের সমস্ত পরিকাঠামোর কাজ নতুন করে শুরু হয়। ২০১৭-র শেষে কাজ প্রায় শেষ হয়ে গেলেও আজ পর্যন্ত বিমান চালু হয়নি। বর্তমানে বিমানবন্দরের রানওয়ে, অফিস, সহ নানা পরিকাঠামোর কাজ শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: West Medinipur: হাসপাতালে মৃত শিশুকে ওঝার কাছে নিতে জোরাজুরি, ধুন্ধুমার
ডিসেম্বরের ৮ তারিখে মালদহ জেলা সফরে এসে মালদহ, বালুরঘাট ও কোচবিহার বিমানবন্দর চালু করা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই মঙ্গলবার বিমানবন্দর পরিদর্শনের পর, খুব তাড়াতাড়ি বালুরঘাট বিমানবন্দর থেকে বিমান চলাচলের আশায় বুক বেঁধেছেন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা।
জেলাশাসক আয়েশা রানি এদিন জানান, ‘আগে বালুরঘাট থেকে বিমান ওঠানামা হতো, পরে তা বন্ধ হয়ে যায়, পূর্ত বিভাগ থেকে নতুন করে বালুরঘাট বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। যার ফলে ফের বিমান চালুর আশায় রয়েছে সবাই। মঙ্গলবার এয়ারপোর্টস অথরিটির অফিসাররা বিমানবন্দর পরিদর্শনে এসেছেন। তাঁরা সব খতিয়ে দেখেছেন। তবে পরিদর্শনের পর এখনও ফাইনাল রিপোর্ট আমাদের কাছে জমা দেননি, রিপোর্ট জমা দিলেই আমরা তাদের মতামত জানতে পারব।