মেদিনীপুর : মেদিনীপুরের একাধিক জায়গায় অবৈধভাবে বাজি মজুত চলছিল। শনিবার দুপুর থেকেই অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ।এর মধ্যেই গোপন সূত্রে খবর আসে, মেদিনীপুরের এক জায়গায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখা হচ্ছে। গোডাউনে হানা দিয়ে পুলিশ কয়েকশো গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে।
মেদিনীপুরের নগার চক এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা কুন্তল কোলামুরি নিজের বাড়িতেই ওই সিলিন্ডার মজুত করেছিলেন। কুন্তলবাবুর স্ত্রী বলেন, ‘সমস্ত গ্রাহকের বছরের প্রাপ্য সমস্ত গ্যাস সিলিন্ডার সকলে তোলেন না। গ্যাস সিলিন্ডারগুলি আমরা ওই গ্রাহকের গ্যাস বই নিয়ে গোডাউন থেকে কিনে নিই। নিজের বাড়িতে রেখে পরে ওই গ্যাস সিলিন্ডারগুলি আবার কারও প্রয়োজন হলে বিক্রি করি। এভাবেই গ্যাস মজুত করা হয়েছিল’।
আরও পড়ুন : বড় ধাক্কা খেল বিপ্লব দেব সরকার, অভিষেকের সভার অনুমতি ত্রিপুরা হাই কোর্টের
পুলিশ জানিয়েছে, এই পদ্ধতিতে গ্যাস মজুত করা সম্পূর্ণ বেআইনি। তাছাড়া লোকালয়ে কোনও পরিকাঠামো ছাড়াই একটি ঘরের মধ্যে গ্যাসের গোডাউন করায় বিপদের সম্ভাবনা ছিল। পুলিশ শনিবার বিকেলে গোডাউন থেকে সমস্ত গ্যাস বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।