হাওড়া: ফের গঙ্গা চুরির অভিযোগ উঠল হাওড়ায়। খোদ জেলা প্রশাসনের নাকের ডগায় সেই বেআইনি কাজ চলছে বলে দাবি স্থানীয়দের। হাওড়া পুরসভার ২৯ নম্বার ওয়ার্ডে জেলাশাসক দফতরের থেকে ৫০০-৭০০ মিটার দূরেই তেলকল ঘাট। অভিযোগ গঙ্গার ধারে সরকারি জমিতে বেআইনি নির্মাণ কাজ চালাচ্ছিল এলাকার একপক্ষ। এই বেআইনি নির্মাণ কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে মন্দির কর্তৃপক্ষ। এমনটাই দাবি করছেন স্থানীয়দের।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় এক নাগা বাবার আশ্রম রয়েছে। সেই আশ্রমে পরিচালন কমিটি বা ট্রাস্টি বোর্ড থাকলেও তা মূলত দু-এক জনের দ্বারাই নিয়ন্ত্রিত। সেই গুটিকয়েক লোক গঙ্গার উপর বেআইনি নির্মাণ কাজ চালাচ্ছে বলে অভিযোগ। মন্দিরের জন্য কমিউনিটি হল এবং শৌচালয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। এমনকী শৌচালয়ের সমস্ত বর্জ্য পদার্থ সোজাসোজি গঙ্গায় গিয়ে মিলিত হত। এছাড়াও তার পাশেই থাকত কমিউনিটি হল। যা টাকার মাধ্যমে ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
আরও পড়ুন: কুণাল ও নন্দিনী গুপ্তকে গ্রেফতার করা হয়নি, আদালতে জানাল সিআইডি
বেশ কয়েকদিন ধরেই ওই বেআইনি নির্মাণ কাজ চলছিল গঙ্গার পাড়ে। প্রশাসনের নিঃশব্দতা সুযোগ নিয়েই ধ্বংসের খেলা চলছিল বলে দাবি এলাকাবাসীদের। অন্যদিকে ওই নাগা বাবা ট্রাস্টি বোর্ডের সম্পাদক অশোক শাহর দাবি, “সমাজ সেবার কারণেই এই কাজ করা হচ্ছে।” হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর জানান, “গঙ্গার উপর নির্মাণের কোনও প্ল্যানিং-এর অনুমতি দেওয়া হয়না, এক্ষেত্রেও দেওয়া হয়নি। দ্রুত ওই নির্মাণ বন্ধ করা হবে। দরকারে শালকিয়া বাদাঘাটের মতো এই নির্মাণও ভাঙা হবে।”