পূর্ব বর্ধমান: স্ত্রীর গলায় ধারালো ছুরির কোপ মেরে তাঁকে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পরে সেই ছুরিতেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী নিজে। মৃতার নাম সেরিনা বিবি। তাঁর স্বামী সাদ্দাম খান ওরফে জুমানকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- ৩ দিন পর বাড়ি থেকে উদ্ধার মহিলার মৃতদেহ
বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাশিয়ারা সোমেশপুর এলাকায়। মৃতা সেরিনা এবং তাঁর স্বামীর জুমানের একটি নাবালক ছেলে ও মেয়ে রয়েছে। কিন্তু দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলত। তাঁর স্বামী সাদ্দাম খান ওরফে জুমান কর্মসূত্রে বাইরের রাজ্যে থাকতেন। বৃহস্পতিবার কর্মস্থল থেকে সোমেশপুরে নিজের বাড়িতে ফেরেন তিনি।
আরও পড়ুন-তামাকে সোনা বলে বিক্রি, গ্রেফতার প্রতারক
দীর্ঘদিন পরে ফিরলেও গোলমালে ছেদ পড়েনি। বৃহস্পতিবার পারিবারিক সমস্যা নিয়ে আবার ঝামেলা বাধে। ফলে, সেরিনা বিবি ও তাঁর স্বামী সাদ্দাম খানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। কথায় কথায় বচসা ক্রমশ বড় আকার নিতে থাকে। এমন সময়ে আচমকাই ধারালো ছুরি দিয়ে সাদ্দাম তাঁর স্ত্রী সেরিনার গালা কেটে দেন বলে অভিযোগ। এমনকী, স্ত্রীর পেটেও তিনি ছুরি ঢুকিয়ে দেন।
আরও পড়ুন- পুলিশের ছবি ব্যবহার করে প্রতারণা, সাইবার ক্রাইমের জালে অভিযুক্ত
ঘটনাস্থলেই মৃত্যু হয় সেরিনা বিবির। রাগের বশে এই কাণ্ড ঘটানোর পরে সাদ্দাম ওই ছুরি দিয়েই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। এর পর স্থানিয়রা পুলিশে খবর দেয়। মেমারি থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আশঙ্কাজনক অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনিও মৃত্যুর সঙ্গে লড়াই লড়ছেন । মৃতার বোন রাবিয়া বিবির অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ তদন্তে নেমেছে।