ধূপগুড়ি : মেসো শ্বশুরের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিয়ো ৷ সেই ‘অপরাধ’-এর সাজা তালাক ৷
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ভোটপাড়া এলাকা ৷ ২৯ নভেম্বর । ১৭ বছরের দাম্পত্য জীবন ৷ ইতি টেনেছেন আরিফা খাতুন(নাম পরিবর্তিত) ও ইকবাল ইসলাম(নাম পরিবর্তিত) ৷ তালাক দেওয়ায় বউমা আরিফা ও মেসো শ্বশুর সানতুল (নাম পরিবর্তিত) নাকি বেজায় খুশি ৷ সেরে নিয়েছেন বিয়ের পরিকল্পনাও ৷বাধ সেধেছে, ১২-১৫ বছরের দুই-তিনটি ছেলে-মেয়ে ৷
বেশ কয়েক দিন আগে কয়েকটি সোশ্যাল শেয়ারিং অ্যাপে বউমার সঙ্গে মেসো শ্বশুরের ভিডিয়ো ভাইরাল হয় ৷ দেখা যায়, বাসের মধ্যে দু’জনে বিভিন্ন হিন্দি সিনেমার গানের সঙ্গের তাল মিলিয়ে অঙ্গভঙ্গি করছেন ৷ যা নাকি সামাজির নিয়মের বিরুদ্ধ ৷ বউমা-শ্বশুরের সম্পর্ক এমন হওয়া উচিত নয় বলে দাবি করেন ইকবাল ৷ মেসো শ্বশুরের সঙ্গে দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও দাবি তাঁর ৷ তাঁর কথায়, ‘আমার খালুর(মেসো) সঙ্গে বউয়ের সম্পর্ক রয়েছে শুনেছি ৷ কিন্তু, বিশ্বাস করতে পারছিলাম না ৷ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সত্যিটা মেনে নিলাম ৷ বাধ্য হলাম দীর্ঘদিনের বিবাহিত জীবন শেষ করতে ৷ চিন্তা হচ্ছে ছেলে মেয়েগুলোর কথা ভেবে ৷ তারা কী ভাবে এলাকায় মুখ দেখাবে!’
আরও পড়ুন-প্রার্থী তালিকায় নাম নেই, সিপিএম ছেড়ে তৃণমূলে বিলকিস বেগম
ভিডিয়ো প্রকাশের পর স্থানীয়দের নিয়ে সালিশি সভা ডাকা হয় ৷ সেই সালিশি সভায় স্বামী-স্ত্রীর সম্মতিতে তালাকের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ উভয় পক্ষের দশ জন করে তালাক নামায় সাক্ষর করেন ৷
মেসো শ্বশুরের বক্তব্য, তিনি ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ৷ এ কারণে বিরোধীরা ফাঁসাচ্ছেন ৷ তবে, ভিডিয়ো কী মিথ্যা ?
তাঁর সাফাই, কারও সঙ্গে ভাল সম্পর্ক থাকলে তাঁর সম্মতিতে ভিডিয়ো করায় যায় ৷ এটা দোষের নয় ৷