স্কুলের ফিজ দিতে না পারায় অনলাইন ক্লাস থেকে বঞ্চিত ১০০ -র বেশি পড়ুয়া। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর বিধাননগর এলাকায়। ঘটনায় সোমবার দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকেরা। এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪০০ জনেরও বেশি।
আরও পড়ুন:পুজোর আগে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ: মমতা
এ বিষয়ে ছাত্রছাত্রীরা জানায়, করোনার জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে স্কুল। ফলে অনলাইনেই পড়াশোনা চালাতে হচ্ছে তাদের। গত ২ বছর ধরেই এভাবেই পড়াশোনা করতে হচ্ছে তাদের। কিন্তু গত আড়াই মাস ধরে বিদ্যালয়ের বেতন দিতে না-পারায় প্রায় ১০০ জনেরও বেশি ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাস থেকে বার করে দেওয়া হয়েছে। কাজেই বাড়ি বসে যেটুকু পড়াশোনা তারা করতে পারছিল ফিজের দায়ে এখন সেটাও বন্ধ। তাতে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা।
আরও পড়ুন :সেন্ট অ্যান্ড্রুজ স্কুলে যোগা দিবস উদযাপন
অভিভাবকদের অভিযোগ,করোনার আবহে অনেকেই কাজ হারিয়েছেন। কোনরকমে জীবনযাপন করছেন তাঁরা। তাই এই মুহূর্তে তাঁদের পক্ষে বেতন মেটানো সম্ভব নয়। পাশাপাশি তাঁরা জানান, গত কয়েক মাস ধরে বেতন দিতে না পারায় স্কুলের বহু ছাত্রছাত্রীদেরই ক্লাস থেকে বঞ্চিত করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজের মর্জি মতো কাজ করছেন।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশানুসারে কিছুদিন আগেই জানানো হয়, করোনা আবহে বেতন না দিলেও সমস্ত ছাত্রছাত্রীরাই অনলাইনে পড়াশোনা করতে পারবে। ফলে নির্দেশ অনুসারে সেই রায় মানা হচ্ছে না এই বিদ্যালয়ে। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাই বিদ্যালয়ের আড়াই মাসের বেতন মকুব করে তাঁদের ছেলেমেয়েদের যাতে পুনরায় অনলাইন ক্লাসে যোগদান করানো যায় সেই বিষয়েই মহকুমাশাসকের কাছে লিখিত আবেদন জানান ছাত্রছাত্রীদের অভিভাবকেরা।