অশোকনগর: রাস্তার ধারে আবর্জনার স্তুপ থেকে উদ্ধার বিপুল পরিমাণ রেশন ও ভোটার কার্ড। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার মানিকতলা এলাকায়। শনিবার সকালে স্থানীয় একটি পুজো কমিটি ড্রেন পরিস্কার করতে গেলে যশোর রোডের ধারে বস্তাভর্তি ওই পরিত্যক্ত কার্ড গুলি দেখতে পায়।
জানা গিয়েছে, কয়েকটি সিমেন্টের বস্তা রাস্তার ধারে পড়ে থাকতে দেখে তা পরিষ্কার করতে চায় কমিটির লোকেরা। আর সেই সময় বস্তার ভেতর থেকে বেরিয়ে এসেছে বিপুল পরিমাণ ভোটার ও রেশন কার্ড। এছাড়াও বেশ কিছু খাদ্য সাথী কুপনও পাওয়া গিয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: গঙ্গা দূষণ রোধে তৎপর পুরসভা, বিসর্জনের পর সকাল থেকে চলছে ঘাট পরিষ্কারের কাজ
পরিত্যক্ত কার্ড
এই পরিস্থিতি দেখে দ্রুত পুলিশে খবর দেয় ওই পুজো কমিটির সদস্যেরা। ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ভোটার কার্ড ও খাদ্য সাথী কুপনগুলি বাগদা ব্লকের।
আরও পড়ুন: সাতসকালে হাতির দেহ উদ্ধার, মৃত্যু কারণ ঘিরে ধোঁয়াশা
বিপুল পরিমান ভোটার কার্ড ও খাদ্য সাথী কুপন কি করে অশোকনগরের মানিকতলা এলাকায় এল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।