আচমকাই কান ফাটা বিকট শব্দ। বাড়িঘর সব থরথর করে কেঁপে উঠল। গভীর রাতে হঠাৎই পড়ল বাজ। ছিঁড়ে গেল বিদ্যুতের তার। বাজ পড়ার অভিঘাতে বাড়ির দেওয়ালে দেখা গেল লম্বা ফাটল।
শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের পূর্ব শালবাড়ি এলাকায়। শালবাড়ির জগদীশ সরকারের পরিবার সে সময় ঘুমে আচ্ছন্ন। আচমকাই কান ফাটানো শব্দে বাজ পড়ে ফাটল ধরে যায় বাড়ির দেওয়ালে। তীব্রতা এতটাই ছিল যে ঘরের বন্ধ জানালা খুলে যায়। ভয় পেয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে বাড়ির লোকজন। দেখা যায় ঘরের ভিতরের বিদ্যুতের তার ছিঁড়ে কুণ্ডলী পাকিয়ে গিয়েছে। ঘরের মিটার বক্স ভেঙে মেঝেতে পড়ে আছে। কোনওরকমে রাত কাটে। সকাল হতেই তাঁরা দেখেন, ঘরের দেওয়ালে ফাটল ধরেছে। দেওয়াল থেকে সিমেন্টের চাঁই খসে পড়ছে। নড়বড়ে হয়ে গিয়েছে বাড়ির কাঠামো। এইরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা এর আগে হয়নি তাঁদের। ওই বাড়ির সঙ্গে আরও একটি বাড়িতেও বাজ পড়ার কারণে ক্ষতি হয়েছে। আশেপাশের লোকজন ছুটে আসেন জগদীশ বাবুর বাড়িতে। তিনি জানিয়েছেন, বাজ পড়ে প্রচুর টাকার ক্ষতির হয়েছে। এখন কী ভাবে এই বাড়ি মেরামত করবেন, ভেবে পাচ্ছেন না।