পূর্ব মেদিনীপুর: বিজেপির লাগাতার সন্ত্রাসের কারণে ভগবানপুর এলাকার বহু তৃণমূল কর্মী-সমর্থকরা ঘরছাড়া। বিজেপির সন্ত্রাসে পাল্টা প্রতিরােধ গড়ে তােলার পক্ষেই রায় দিয়েছেন এলাকাবাসীরা। গেরুয়া শিবিরের অত্যাচারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে জেলা তৃণমূলের পক্ষে শনিবার এক প্রতিবাদ সভার আয়ােজন করা হয়। সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ প্রতিরােধ গড়ার ডাক উঠল।
নির্বাচনের পর থেকেই হিংসা চলছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর সহ বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাসের কারণে ঘর ছাড়া হয়েছেন বহু তৃণমূল কর্মী সমর্থক। যার প্রতিবাদে শনিবার এক প্রতিবাদ সভার আয়ােজন করা হয়। প্রতিবাদ সভা ঘিরে এ দিন ছিল মানুষের জনজোয়ার। সাধারণ মানুষের প্রতিবাদেই বিজেপির অবিরাম অত্যাচার রুখবেন বলে বদ্ধপরিকর। এ দিন জনসাধারণের প্রতিরােধের আঁচ ছিল বক্তাদের কথাতেও। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী সৌমেন মহাপাত্র, এডিটর কৌস্তুভ রায়, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ জানা সহ জেলা তৃণমূল নেতৃত্ব। এ দিনের সভায় কৌস্তুভ রায় বলেন, বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবসময় তৃণমূল নিজের প্রতিবাদী রূপ দেখিয়েছে। রাজ্যে উন্নয়নে ব্যাঘাত ঘটাতেই বিজেপি রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে।
https://www.youtube.com/watch?v=e2pQCs1DbcI
https://www.youtube.com/watch?v=DevYEfxiVQQ