বালি: রবিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি (Rain)। শুধু কলকাতা (Kolkata) নয়, বৃষ্টির দাপটে প্লাবিত হাওড়ার (Howrah) একাধিক অঞ্চল। হাওড়ার টিকিয়াপাড়া, রামরাজাতলা, দাশনগর, সালকিয়া জলমগ্ন। হাওড়া এবং টিকিয়াপাড়া কারশেডে জল জমার কারণে ব্যাহত ট্রেন চলাচল। কিছু জায়গায় ট্রেন চললেও তা খুব ধীরে চলছে। দুর্ভোগ যাত্রীদের। রেল সূত্রে জানানো হয়েছে, বৃষ্টি চলতে থাকলে বেশ কিছু ট্রেন বাতিল হতে পারে। ইতিমধ্যেই হাওড়া-জব্বলপুর দূরপাল্লার ট্রেন পূর্ব নির্ধারিত সময়ে ছাড়ছে না। তবে স্বাভাবিক আছে লোকাল ট্রেন পরিষেবা।
হাওড়ার এই দিকে লিলুয়া, বালি সহ একাধিক অঞ্চল জলের তলায়। কোথাও গোড়ালি সমান জল তো কোথাও হাঁটু সমান। হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের জলনিকাশি পাম্পগুলি চালিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে। যদিও গঙ্গায় জোয়ার এলে ফের বন্ধ করে দিতে হবে লকগেট। তখন বন্ধ থাকবে জল নামানোর প্রক্রিয়া।
লাইনে জমেছে জল
হাওড়ার জল জমার ঘটনা নতুন নয়। নিকাশি ব্যবস্থা বেহাল। অল্প বৃষ্টিতেই জল জমে যায় সেখানে। বেলুড়ের অবস্থা আরও খারাপ। সেখানকার আন্ডারপাসে কোমর সমান জল। বন্ধ করে দেওয়া হয়েছে আন্ডারপাস। এমনকি জল ঢুকেছে হাসপাতাল চত্বরেও। সেখানে ভ্যাকসিন শিবির খোলা হয়েছিল। শিকেয় উঠেছে সেই পরিষেবা।
বেলুড় স্টেশন চত্বরে জমেছে জল
আরও পড়ুন: সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি, জলের তলায় কলকাতা
জল জমায় যানবাহন কম রাস্তায়। দুর্ভোগে সাধারণ মানুষ। এই বৃষ্টি আরও বেশ কয়েক ঘণ্টা চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরেই সপ্তাহের প্রথম দিনেই দিনভর বৃষ্টির দাপট দেখছে দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন: দুপুর ৩টে পর্যন্ত বন্ধ লকগেট, টানা বৃষ্টিতে শহরজুড়ে জলযন্ত্রণা