হাওড়া: হাওড়ার বালিতে ভাড়াটে উচ্ছেদকে কেন্দ্র করে তুলকালাম। ভাড়াটে তুলতে দুষ্কৃতী হামলা চালানোর অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ভাড়াটে বিধবার ঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওই মহিলাকে মারধর করা হয় বলেও অভিযোগ। হামলার জেরে শিশু সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছেন ওই মহিলা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে মালিকপক্ষ।
ভাড়াটে শ্যামলী দত্ত জানান, প্রায় ৫০ বছর ধরে ওই বাড়িতে ভাড়া আছে তাঁর পরিবার। ২০০৮ সালে ওই বাড়িতেই বিয়ে হয় শ্যামলীর। হঠাৎই তাঁর স্বামী মারা যান। তারপর থেকে ছেলেকে নিয়ে একাই থাকতেন ওই মহিলা। তাঁর অভিযোগ, গত কয়েকমাস ধরেই ঘর ছাড়ানোর চেষ্টা করছিলেন বাড়িওয়ালা বিশ্বজিৎ রায়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত দুষ্কতী দিয়ে হামলা চালিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় শ্যামলীকে। এখন ছেলেকে নিয়ে রাস্তায় নেমেছেন তিনি। এ ব্যাপারে পুলিস কোনও সহযোগিতা করেনি বলেও অভিযোগ শ্যামলীর।
আরও পড়ুন: Locket Chatterjee: দলে আরও ৩-৪ জন জয়প্রকাশ রয়েছেন, তাঁদের বের করতে হবে: লকেট
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মালিকপক্ষ। বাড়িওয়ালা বিশ্বজিৎ রায়ের দাবি, শ্যামলীকে কখনওই মারধর করেননি তাঁরা, উল্টে ওই মহিলাই লোক পাঠাত তাঁদের মারধর করার জন্য। বাড়ি ছাড়তে বললে শ্যামলীর দিদি প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। রাতের অন্ধকারে ওই মহিলাই লোক লাগিয়ে বাড়ি ভেঙেছে বলে পাল্টা দাবি বিশ্বজিতের।