হাওড়া: চুরি করতে এসে স্কুলে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। হাওড়া জেলার আন্দুল মৌরি কেশবচন্দ্র নিম্ন বুনিয়াদি স্কুলের ঘটনা। সোমবার সকালে স্কুলে ভাঙচুর চালানোর বিষয়টি প্রকাশ্যে আসে। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, রবিবার রাতে স্কুলে একদল দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে। প্রাথমিক অনুমান, স্কুলে মূল্যবান কোনও জিনিসপত্র কিংবা টাকা না পেয়েই অবাধে ভাঙচুর চালানো হয়েছে। এদিন ঘটনাস্থলে যায় পুলিস। দোষীদের শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।
অভিভাবকদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে স্কুলে চুরির ঘটনা ঘটছে। স্কুল কর্তৃপক্ষ স্কুলের যাবতীয় জিনিসপত্র পড়ুয়াদের বাড়িতে রেখে আসে। চুরি করতে এসে কিছু না পেয়েই স্কুলে ভাঙচুর চালানো হয়েছে। স্কুলের দরজা, ফ্যান, লাইট, জলের পাইপ ভেঙে ফেলা হয়েছে। কয়েকটি ট্রাঙ্কও ভেঙে ফেলা হয়। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবি দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পরে ডোমজুড় থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন: Jagdeep Dhankhar: ধনখড়-ব্রাত্য দুঘণ্টা বৈঠক, শিক্ষায় স্বচ্ছতার উপর জোর