রূপম রায়, নদিয়া: গণধর্ষণের (Rape) পর লোকলজ্জার ভয়ে আত্মঘাতী হয়েছিলেন নির্যাতিতা গৃহবধূ (Victim House wife)। সেই গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় অভিযুক্ত পাঁচ যুবককে বুধবার দোষী সাব্যস্ত করলেন কৃষ্ণনগর ফাস্ট ট্রাক আদালতের (Krishnanagar Fast Truck Court) বিচারক দেবদীপ মান্না (Judge Devdeep Manna)
জানা যায়, ২০২১ সালের ৪ এপ্রিল ঘটনাটি ঘটেছিল কৃষ্ণনগরে। সেই সময় খ্রিস্টানদের বিশেষ উৎসব চলছিল গোটা এলাকা তাতে মেতেছিল। সেই সময় ওই যুবকদের একজন মহিলাকে তার বন্ধুর নাম করে পাশের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কেউ ছিল না ফাঁকা বাড়িতে মহিলার বন্ধু ও চারজন মিলে ধর্ষণ করে। গোটা ঘটনা বাড়ি ফিরে তার স্বামীকে জানান।
আরও পড়ুন: একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে মোহন ভাগবত
শেষ পর্যন্ত সামাজিক সম্মানহানির ভয়ে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ। ৮/১/২৫ বুধবারে জেলা ও দায়রা আদালত থেকে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে ৩৭৬ ডি এবং ৩০৬ আইটিসিতে দোষীদের সাজা ঘোষণা হল। ৩৭৬ ডিতে লাইফা এবং তার সঙ্গে কুড়ি হাজার টাকা ফাইন করা হয়েছে অনাদায় আরও ৬ মাসের জেল হেফাজত।
৩০৬ ধারাতে ১০ বছর জেল এবং ১০ হাজার টাকা ফাইন অনাদায় আরও ছয় মাসের জেল হেফাজত।
দেখুন অন্য খবর:
The post গণধর্ষণের পর আত্মঘাতী গৃহবধূ, দোষী সাব্যস্ত পাঁচ অভিযুক্ত first appeared on KolkataTV.
The post গণধর্ষণের পর আত্মঘাতী গৃহবধূ, দোষী সাব্যস্ত পাঁচ অভিযুক্ত appeared first on KolkataTV.