কলকাতা টিভি ওয়েবডেস্কঃ প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শৈলশহর দার্জিলিং। টানা বৃষ্টিতে ধস নেমে বিপর্যস্ত একাধিক এলাকা ও বাড়ি। বিপর্যস্ত যান চলাচল। সোমবার রাত থেকেই শুরু হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংসহ একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত। যার ফলে মঙ্গলবার সকালে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় ধস নামার খবর সামনে এসেছে। বেশ কিছু জায়গায় রাস্তা বন্ধ হয়েছে। একাধিক বাড়ি ঘর জলের তলায়। প্রশাসনের পক্ষ থেকে চলছে উদ্ধার কাজ। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে বারবার বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ।
আরও পড়ুননিম্নচাপ সরে গেছে বিহারে, বৃহস্পতিবার থেকে কলকাতার আকাশ ফর্সা
দার্জিলিং সহ শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার বেশকিছু রাস্তাতেও ধসের খবর পাওয়া গেছে। দার্জিলিংয়ের গোক থেকে সিঙ্গেল বাজারে যাওয়ার একটি লোহার ব্রিজে ধস নামায় আপাতত সেই ব্রিজটিও বন্ধ রয়েছে। এছাড়াও রিম্বিক, সুখিয়াপোখরি থেকে মানেভঞ্জন যাওয়ার রাস্তায় ধস নামায় সেই রাস্তাগুলিও বন্ধ রয়েছে।
লোহার ব্রিজে ধস নামায় আপাতত বন্ধ ব্রিজটি
আরও পড়ুন প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে অনড়, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক চাইলেন আরজি করের বিক্ষোভকারীরা
শুধু পাহাড় নয় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে দার্জিলিং জেলা সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে সিকিম সহ দার্জিলিংয়ের পর্যটকরা আটকে পড়েছেন। পাশাপাশি সিকিমের গুরুদাম্বায় প্রবল বৃষ্টির সাথে তুষারপাত হয়েছে। তাই সেখানেও দুর্যোগের আশঙ্কা করে আপাতত পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে।
একাধিক বাড়ি ভেঙে চুরমার
সব মিলিয়ে রাজ্যে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়ি অঞ্চলগুলি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং
সেই মতই সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরের জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টিপাত। দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার,আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।তবে এখনও পর্যন্ত দার্জিলিঙে যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়ক খোলা রয়েছে।