হাঁসখালিঃ হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ব্রজগোপাল গোয়ারী। হাঁসখালি এক নম্বর পঞ্চায়েতের সদস্য সমর গোয়ারীর ছেলে ব্রজগোপাল। সূত্রের খবর, ওই নাবালিকার সঙ্গে পঞ্চায়েতের সদস্যের ছেলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
গত ৪ এপ্রিল নাবালিকাকে জন্মদিনের পার্টিতে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। শারীরিক অবস্থার অবনতি হলে পর দিনই মৃত্যু হয় নাবালিকার।পরিবারের অভিযোগ, নাবালিকাকে সরকারি বা বেসরকারি কোনও হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি।এর পরই মৃত্যু হয় ওই নাবালিকার। মঙ্গলবার মেয়ের মৃত্যুর পর জোর করে তার দেহ স্থানীয় শ্মশানে দাহ করিয়ে দেন ওই তৃণমূল নেতা এবং তাঁর দলবল।
জানা গিয়েছে, ৪ এপ্রিল বান্ধবীকে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে যায় ব্রজগোপাল। সেখানেই ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে। ওই দিন রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে বাড়ি দিয়ে যায় এক মহিলা। পরিবারের অভিযোগ, নাবালিকাকে বাড়ি ছেড়ে দিয়ে যাওয়ার সময় হুমকি দেওয়া হয় পরিবারকে। বলা হয় ঘটনা জানা জানি হলে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে সবাইকে।এরপর নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হইয়।কিন্তু তাতেও নাবালিকাকে চিকিৎসকের কাছে যেতে দেওয়া হয়নি। বরং পরদিন ওই কিশোরী মারা গেলে তাঁর দেহ জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যান পঞ্চায়েত সদস্যের বাড়ির লোক। তাঁর পর তাঁকে পুড়িয়ে দেওয়া হয় স্থানীয় শ্মশানে।
আরও পড়ুন Hanskhali Rape: হাঁসখালির নাবালিকা ধর্ষণের ঘটনায় আসরে…
প্রাণ নাশের ভয়ে ঘটনাটি চেপে যায় নাবালিকার বাড়ির লোক। শেষে চাইল্ড লাইনের কর্মীদের আশ্বাসে তাঁরা হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেন। নাবালিকার পরিবারের অভিযোগ, তাকে গণধর্ষণ করা হয়েছে।